হাফিজুর রহমান শিমুলঃ
জেলার শ্যামনগর উপজেলার সোনার মোড়ে উদ্বোধন করা হয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর শাখা। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ব্যাংক এশিয়ার এজেন্ট জনদরদী মোঃ খলিলুল্লাহ ঝড়ু’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার এসডিপি ও এজেন্ট ব্যাংকিং প্রধান আহসান উল আলম, সাতক্ষীরা-৫ এর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস এম ফজলুল হক, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সবুর, এজেন্ট ব্যাংক এশিয়ার এডিপি জহিরুল ইসলাম প্রমুখ।
এজেন্ট ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সূধীবৃন্দ।