নিজেস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুশীলনের উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী, হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যাক্তা পরিবারে মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অক্সফ্যাম এর অার্থিক ও কারিগরী সহযোগীতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের কর্মএলাকায় আজ রবিবার (২১ জুন) বৃষ্টিবিঘ্নিত পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ আটুলিয়া ৩০ টি সিবিও হতে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ৯৩ টি পরিবারে, ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৯৫ টি পরিবারে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরন করা হয়। এর আগে বুড়িগোয়লিনী ইউনিয়নের ৬ টি সিবিও হতে বুড়িগোয়ালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডলের উপস্থিতিতে ৬২ টি ক্ষতিগ্রস্থ পরিবারে সামাজিক দুরত্ব বজায় রেখে জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী সহায়তার ক্ষেত্রে কর্মএলাকার প্রতিবন্ধী, দুস্থ, হতদরিদ্র, বিধবা,স্বামী পরিত্যাক্তা পরিবার গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল পরিবেশে জরুরী খাদ্য সহায়তা ও হাইজিন সামগ্রী বিতরন করা হয়। উক্ত বিতরন উদ্বোধন অনুষ্ঠানে বুড়িগোয়ালী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল বলেন যে, উপকূলীয় এলাকার মানুষেরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে, বুলবুলের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই করোনা ভাইরাসের কারনে অনেক মানুষ কর্মহীন হয়েছে এরপর ঘূর্নিঝড় আম্পানের কারনে মানুষজন গৃহহীন হয়ে অনেকে আর্ধাহারে” আনাহারে দিন কাটাচ্ছে ঠিক এই মূহুর্তে রি-কল প্রকল্পের এই সহায়তা অসহায় মানুষের জন্য আশার আলো দেখাবে।
জরুরী খাদ্য “সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জি এম অাব্দুর রউফ, হেঞ্চী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম লুৎফুল অালম লাভলু সহ রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন, রাজু আহমেদ, শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ ও মীর হাসিব উল্লাহ।