“নিষিদ্ধ জালের ব্যবহার রোধ করি,মৎস্য সম্পদ রক্ষা করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ১২ জানুয়ারি শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিস ও বাংলাদেশ নৌ বাহিনী যৌথ অভিযানে খোলপেটুয়া নদীতে সকাল ৮টা হতে বেলা ১ টা পর্যন্ত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল বেহুন্দী জাল, কারেন্ট জাল, মশারী জাল, জাল চর ঘেরা জাল, নেট জাল , খুটি জাল ইত্যাদি নির্মুলের উদ্দেশ্যে, এ বিশেষ কম্বিং অপারেশন কালে ৫০০০ মিটার নেট জব্দ হয়। বুড়িগোয়ালিনী নৌ থানার খাটে জব্দকৃত জাল আগুনে পড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য সংরক্ষণ আইনে এসব জাল ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ ও দন্ড়নীয় অপরাধ। এসময়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার উপস্থিত সকলে উদেশ্য বলেন, এই সব জাল থেকে মাছ আহরনকারী সকলেই বিরত থাকুন। মৎস্য আইন মেনে সকলে মৎস্য সম্পদ সংগ্রহ করন, আপনাদের সর্বত্তম সেবা দেওয়ার আশ্বাস দেন