এম,কামরুজ্জামান,শ্যামনগর।। সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী বাজার ভাই ভাই সাইকেল ষ্টোরে ট্রলিগাড়ীর চাকা ফেটে এক যুবক গুরুতর আহত হয়েছে।
২৬ শে নভেম্বর বৃহস্পতিবার রাত ৭ টার সময় কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের ফিরোজ মোড়লের ছেলে নাঈম হোসেনের টলিগাড়ীর চাকা নষ্ট হওয়া বাজারে ভাই ভাই সাইকেল স্টোরে প্রোফাইটার কাশিমাড়ী গ্রামের মৃত শেহের আলী গাজীর ছেলে হোসেন আলীর দোকানে নিয়ে আসে। টলি গাড়ির চাকা মেরামতের সময় আকস্মিকভাবে ট্রলিগাড়ি চাকা বাষ্ট হয়ে হোসেন আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
কাশিমাড়ী বাজারের লোকজন দ্রুত হোসেন আলীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার রুগীর অবস্থা বুঝে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।