শ্যামনগর প্রতিনিধিঃ
হাসবে হৃদয় বাঁচবে প্রাণ, আসুন করি রক্তদান এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগরের মানুষের প্রাণের সংগঠন, শ্যামনগর ব্লাড ব্যাংক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । রক্তিম ভালোবাসায় সিক্ত এই সংগঠন প্রতিনিয়ত ফ্রি রক্তের ব্যবস্থা করে দেয়ার মাধ্যমে সচল রয়েছে এই সংগঠনের কার্যক্রম । গরীব অসহায় রোগীদের রক্তের ব্যবস্থা করে দেয়াই হলো এই সংগঠন অনেকক্ষেত্রে অসহায় রোগীদের ব্লাড ব্যাগ কিনে দেয়া এবং ক্ষেত্র বিশেষ ব্লাড দাতার আসা যাওয়া খরচ এবং পানি ও ফল ইত্যাদি এই সংগঠনের পক্ষ থেকে ফ্রিতে দেয়া হয় । সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে পরিচালনা কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে । প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইফুদ্দিনের স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি এবং রাইসুল ইসলাম মিঠুনকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । শ্যামনগরের মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা নিয়ে এগিয়ে যাওয়া শ্যামনগর ব্লাড ব্যাংক শ্যামনগর উপজেলাকে অনেক ভালো কিছু উপহার দিবে এই প্রত্যাশায় শ্যামনগর বাসী।