মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মার্কেটে শুক্রবার সকালে ঐতিহ্যবাহী নান্না বিরিয়ানির শাখা উদ্বোধন করা হয়েছে । সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু বিদ্যালয়টির প্রধান গেট সংলগ্ন মার্কেটে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও সমাজের মঙ্গলার্থে মাওলানা আবদুল কাদেরের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।