সব কিছু হারিয়ে আলোমতি এখন খোলা আকাশের নিচে – magurarkotha.com

সব কিছু হারিয়ে আলোমতি এখন খোলা আকাশের নিচে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১০, ২০২২

মাগুরা মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই।সোমবার (১০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে আলোমতি খাতুনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলোমতি খাতুন বড়রিয়া গ্রামের পিতা মৃত দিন মোহাম্মদ ফকিরের মেয়ে।

স্থানীয়রা জানায়, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আলোমতির থাকার ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টাকালে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। মশার কয়েল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।

ক্ষতিগ্রস্ত আলোমতি খাতুন বলেন, আগুনে মাথা গোজার একমাত্র বসতঘর ও ঘরে রাখা কিছু নগদ অর্থসহ শেষ সম্বল সবকিছু আগুনে পুড়ে তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। সবকিছু হারিয়ে তিনি এখন খোলা আকাশের নিচে ।

error: Content is protected !!