নিজস্ব প্রতিনিধি,কলকাতা: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে। অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে ছিল প্রতিমাও। ফলে মণ্ডপের পাশাপাশি ভস্মীভূত হয়ে গিয়েছে প্রতিমাও। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গিয়েছে, সকাল ৬.১৫ মিনিট নাগাদ এই আগুনটি লাগে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আজ ভোরে করুণাময়ী থেকেই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ভোরের হাওয়ায় এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। ফলে পাশের কয়েকটি কাপড়ের কাঠামোও ভস্মীভূত হয়ে যায়।
পুজো উদ্যেক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার বলে প্রতিমা নিরঞ্জন করা হয়নি। আজ, বুধবার তা হওয়ার কথা ছিল। এর আগেই দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব না হলেও তাঁদের দাবি এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। পুজো মিটে যাওয়ায় মণ্ডপের সিসিটিভি ক্যামেরাগুলি খুলে রাখা হয়েছিল। তাই রহস্য সমাধানে উদ্যোক্তাদের ভরসা মণ্ডপের চেয়ে একটু দূরের কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, দমকল খুব দ্রুত অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুন লাগার কারণ এখনই জানা সম্ভব হয়নি। তবে গোটা বিষয়টির তদন্ত করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই এলাকায় উপস্থিত হয়েছে পুলিস। ভিড় জমিয়েছেন ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসীরাও।