সাতক্ষীরা নবাব এবার কোরবানির ঈদের বাড়তি আকর্ষণ। গত কয়েক বছর কোরবানী ঈদে সবচেয়ে বড় ও দাম বেশি গরু দেখতে অনলাইন ও টিভির পর্দায় চোখ রাখেন অনেকে। এবার কোরবানির ঈদে সবার দৃষ্টি কাঁড়তে পারে সাতক্ষীরা জেলা সদরের কুশখালী কলবাজার এলাকার গ্রাম্য ডাক্তার ফিরোজ হোসেনের ষাঁড় নবাব।
নবাবকে তিন বছর যাবত অনেক আদর যত্নে পালন করছেন ফিরোজ হোসেনের পরিবার। ফিরোজ হোসেন বলেন, ফ্রিজিয়ান জাঁতের এই ষাঁড়ের ওজন প্রায় এক হাজার কেজি। বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন।
নবাবকে গোয়াল ভেঙ্গে বের করতে হয়েছে। কারন নবাব শুধু নামে নয় স্বাস্থ্য আর মেজাজও নবাবের মতই। তাই ছোট দরজা দিয়ে বাইরে আনা সম্ভব হয়নি নবাবের।
সারাদিনই প্রায় নবাবের যত্ন করতে হয়। খাওয়ানো গোসল করানো, চিকিৎসা সহ সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হয় । সবচেয়ে ভালো দিক হলো ঘাস, কুড়া, পালিশ, লতাপাতা খেতে বেশি পছন্দ করে নবাব।
ক্রেতারা জানান, সাতক্ষীরা জেলা নয় দেশের মধ্যে কোরবানীর ঈদে বড় গরুর তালিকার নবাব অন্যতম। দুর দুরান্ত থেকে মানুষ আসছে নবাব কে একনজর দেখতে।
ফিরোজ হোসেন বলেন, নবাব অনলাইনের মাধ্যমে বিক্রয় হবে নাকি হাটে বিক্রয় হবে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহলের শেষ নেই। করোনাকালীন সময়ে নবাবকে নায্য মূল্যে বিক্রয় করতে বড় গরু ক্রেতাদের দৃষ্টি আকর্ষন আকর্ষণ করেছেন তিনি।