সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন – magurarkotha.com

সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৭, ২০২১

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জামায়াত-বিএনপি সরকারের প্রশ্রয়ে সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, জঙ্গীবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার(১৭ আগস্ট) বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সদর বাসস্টান্ডে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ এস,এম জহুরুল হায়দার বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহদি লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তরা সারাদেশে সিরিজ বোমা হামলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

error: Content is protected !!