নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় আজ (১৬ জুন) নতুন করে গত ২৪ ঘণ্টায় ছয় জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সাতক্ষীরা জেলা স্বাস্থ্য অফিস থেকে এ তথ্য জানা যায়। আরও জানা যায়, যে ছয় (৬) জন ব্যক্তির করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে বিগত দিনগুলোতে তাদের নমুনা পরীক্ষার জন্য পঠানো হয়েছিল, আজকে তারই ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে জেলার সদরে ০১ জন, তালা উপজেলার ০২ জন, আশাশুনি উপজেলার ০১ জন, দেবহাটা উপজেলার ০১ জন এবং কলারোয়া উপজেলার ০১ জন।
এদিকে গতকাল সোমবার (১৫ জুন) রাতে করোনা উপসর্গ নিয়ে আমেনা বেগম(৩৬) নামের এক নারী মারা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজের করোনা আইসোলেশন ওয়ার্ডে গতকাল রাতে তার মৃত্যু হয়।
গত রবিবার (১৪ জুন) জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হন সদর উপজেলার এ নারী বাসিন্দা। তবে তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
এ নিয়ে সাতক্ষীরা জেলার মোট করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৫ জন ও মেডিকেল কলেজে ১৫ জন চিকিৎসাধীন আছে।