সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ী ইউনিয়নে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘঠেছে। ঘটনাটি ঘটেছে (২৩মে) রবিবার বিকালে।
জানা গেছে, ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা বিলে গুরু আনতে যাওয়ার সময় মেইন লাইনের বৈদ্যুতিক তার ছিড়ে গায়ে পড়লে বিদ্যুৎ এক বৃদ্ধর মৃত্যু হয়। মৃতের নাম অনিল গোলদার (৬০)। তিনি সাতক্ষীরা সদরের ধুলিহরের আছানডাঙ্গা রবিন গোলদারের ছেলে।
এছাড়া ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের মেঘা বারুই’র পুত্র নিরাপদ বারুই(৫০) বিকালে বাড়ির পাশে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে মৃত্যু বরণ করে। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।