সাবেক এমপি এ কে ফজলুল হককে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিঠি দিয়ে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি অবহিত করেন।
এ কে ফজলুল হক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেরিত পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুজনিত কারণে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ একে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেছেন। একে ফজলুল হক জেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ মৃত্যুবরণ করায় জেলা আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হয়ে পড়ে।