আহসান উল্লাহ বাবলু,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা বিনেরপোতা বিসিক শিল্প নগরি এলাকার বাইপাস সড়ক হতে, ট্রাফিক পুলিশের হাতে এক ফেনসিডিল বিক্রেতা আটক হয়েছে।
আটককৃত ওই ফেন্সিডিল বিক্রেতার নাম আলমগীর হোসেন মন্টু। সে লাবসা ইউনিয়নের মাগুরা বৌ বাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিনেরপোতা বিসিক শিল্পনগরীর সামনে মোজারুলের চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে, মাগুরা বৌ বাজার এলাকার বাসিন্দা ও বিসিক শিল্পনগরীতে অবস্থিত মোস্তফা হ্যাচারীতে কর্মরত আলমগীর হোসেন মন্টু ও তালা উপজেলার নগরঘাটা গ্রামের বিষ্টুপদ সরকারের ছেলে, রনজিত সরকার প্রকাশ্যে দাঁড়িয়ে, ফেন্সিডিল বিক্রি করছিলো। এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস সড়ক সংলগ্ন সংযোগস্থলে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ ফেন্সিডিল বিক্রিয়কালে, মন্টুকে, হাতেনাতে আটক করে, তার দেহ ও সাথে থাকা হোন্ডা লিবো মটরসাইকেল তল্লাশী করেন। তল্লাশীর এক পর্যায়ে মটরসাইকেলে লুকিয়ে রাখা ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এরই মধ্যে ফেন্সিডিল বিক্রেতা মন্টুর অপর সহযোগী রনজিত সরকার পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাফিক পুলিশ মন্টুর কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও তার ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে ফেন্সিডিল বিক্রেতা মন্টুকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করে, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বিষয় টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।