শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন। মাগুরার জেলা প্রশাসক শহিদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন  মাগুরার নবাগত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদার যোগদান মহম্মদপুরে গণঅধিকার পরিষদের নতুন সদস্যদের যোগদান সভা অনুষ্ঠিত মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৮০কেজি গাঁজা সহ দুজন মাদক ব্যবসায়ী আটক নানা আয়োজনে মাগুরার মহম্মদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন মহম্মদপুরে বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়ার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করেছে পুলিশ মহম্মদপুরের দীঘা ইউনিয়নের দীঘা গ্রামে স্বামী -স্ত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা – ভিভিও লিংক বন্ধুকে হত্যা করে, বন্ধুর বাইকেই ঘুরে বেড়াল তার বান্ধবীকে নিয়ে। মাগুরা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য সংগ্রহের জন্য প্রাথমিক সদস্য ফরম বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহম্মদপুরের চাকুলিয়ায় আকস্মিক হামলায় আহত ৬ বাড়িঘর ভাঙচুর লুটপাট ! মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক মাগুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি ভেঙ্গে, আহ্বায়ক কমিটি গঠন মহম্মদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরা রিপোর্টার্স ইউনিটির ঈদ পুনর্মিলন উদযাপন গ্রিন মাগুরা ক্লিন মাগুরা আন্দোলনের ঘোষণা দিলেন জেলা প্রশাসক মহম্মদপুরে বেসরকারি ভাবে আ:মান্নান চেয়ারম্যান নির্বাচিত মহম্মদপুরে ছাত্র-ছাত্রী বিহীন চলছে এমপিও প্রতিষ্ঠান ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠান
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

সাতক্ষীরা ৪ মাসে ৬৯ অস্বাভাবিক মৃত্যু।

সাতক্ষীরা প্রতিনিধি। / ৫৪২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৫:১১ অপরাহ্ন

গোটা পৃথিবী যখন মহামারী করোনায় ধুঁকছে, তখন জেলায় প্রায় প্রতিদিন বেড়েই চলেছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা! সাতক্ষীরায় চার মাসে ৬৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃত্যুর অধিকাংশই পারিবারিক কলহ, প্রেম ঘটিত, পরকীয়া এবং দারিদ্র্যের কারণে ঘটেছে বলে জানা গেছে। বিষপান ও গলায় ফাঁস দিয়ে এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য উঠে এসেছে। তবে এর বাইরেও আরও কিছু মৃত্যু সংঘটিত হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে প্রকাশ, জেলার ৭টি উপজেলায় অস্বাভাবিক মৃত্যু বেড়েই চলেছে। এরমধ্যে ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬টি, ফেব্রুয়ারি মাসে ১৫টি, মার্চ মাসে ২২টি ও চলতি এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত ১৬টি অস্বাভিক মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে অধিকাংশের ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এদিকে ২০২১ সালের জানুয়ারি মাসে ৯৭জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৬জন বিষপান, ফেব্রুয়ারি মাসে ১৩৪ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ২৯ জন বিষপান, মার্চ মাসে ১৪১ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৯জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে সাতক্ষীরা থানা সূত্রে প্রকাশ, ২০২১ সালের জানুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনা ২টি, বিষপান ২টি, গলায় ফাঁসে ২টি, শাসকষ্টে ১টি ও পানিতে ডুবে ১টিসহ মোট ৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ফেব্রুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ২টি, গলায় ফাঁস ২টি ও অন্যান্য ৪টিসহ মোট ১০টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ৫টি, গলায় ফাঁসে ৭টি ও অন্যান্য ২টিসহ মোট ১৫টি এবং চলতি এপ্রিল মাসে খুন ১টি, গলায় ফাঁসে ৩টি ও অন্যান্য ১টিসহ মোট ৫টি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। এই মামলাগুলোর অধিকাংশই বিচারকাজ প্রক্রিয়াধীন।
এব্যাপারে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত জানান, এই মৃত্যু জন্মগতভাবে হয় না। বরং এটি মানুষের অসাবধানতা, ভুল বোঝাবুঝি, একে অপরের সাথে মনোমালিন্য, মারামারি, হতাশা, অমনোযোগী, পারিবারিক কলহ, মাদক গ্রহণ, সড়ক দুর্ঘটনা ও উদাসীনতার জন্য হচ্ছে। যখন এই রোগীদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসছে তখন তাদের শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি তাদের মধ্যে অধিকাংশ রোগী হাসপাতালে আসার আগেই মারা যাচ্ছে। এছাড়াও কিছু কিছু রোগী সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু কয়েক বছর পরেও তাদের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়। এর থেকে মানুষকে মুক্ত করার একমাত্র উপায় কাউন্সিলিং। এটি বাস্তবায়ন হলে এই মৃত্যুহার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
এবিষয়ে মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা জানান, পরিবারের নিরাপত্তাহীনতা ও বিভিন্ন ধরণের চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ায় এবং বিশেষ করে আয়ের সংস্থান কমে যাওয়ায় সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে দৈনন্দিন ঝগড়াঝাটি ও মত পার্থক্য অনেক বেড়েছে। এর জেরে অধিকাংশ নারী পুরুষের দ্বারা মানসিক ও শারীরিক নিপীড়নে দুর্বলতর হচ্ছেন। তারই বহিঃপ্রকাশ এই অস্বাভাবিক মৃত্যু। তবে এর কোনো পরিসংখ্যান সরকারি দপ্তরের কর্মকর্তারা রাখেন না। ফলে সঠিকভাবে তথ্য জনমানুষের সামনে উপস্থাপন করাও মুশকিল।
তিনি আরও জানান, উন্নত দেশে অস্বাভাবিক মৃত্যু রোধ করতে সরকার বৃহত্তর উদ্যোগ নেয়। অথচ আমাদের দেশে সেই উদ্যোগের বহিঃপ্রকাশ চোখে পড়ে না। এমনকি বিভিন্ন দেশীয় কিছু কিছু এনজিও এই মৃত্যু রোধ করার উদ্দেশ্যে কাজ করলেও তাদের কর্মী এবং আর্থিক সংকটের জন্য জনমানুষকে ঠিকভাবে কাউন্সিলিং করতে পারছেন না। ফলে বেড়েই চলেছে মৃত্যু। এই মৃত্যু কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের এখনই উদ্যোগ নেওয়া জরুরী।
বিষয়টি সম্পর্কে সাতক্ষীরা থানার স্টেটমেন্ট কর্মকর্তা সাব-ইন্সেপেক্টার আসাদুজ্জামান আসাদ জানান, গত ৪ মাসে সাতক্ষীরা থানায় ৩৯টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। প্রত্যেকটি মামলা বিচার প্রক্রিয়াধীন আছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!