আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে এম ফুড কর্ণারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এম ফুড কর্ণারের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ওসি তদন্ত আল মাহমুদ, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য সন্তোষ কুমার, মার্কেন্টাইল ব্যাংক সাপাহার শাখার ব্যাবস্থাপক মাহবুব আলম সহ এলাকার সুধীজন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া খায়ের করেন জিরোপয়েন্ট জামে মসজিদের ইমাম সাহেব।