নওগাঁর সাপাহারে পাষন্ড ছেলের ছেলের লাঠির আঘাতে সাহানা বেগম (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মানিকুড়া গ্রামে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ওই পাষন্ড ছেলে আরিফ পেশায় ভ্যানচালক হলেও কিছুটা আলসে প্রকৃতির হওয়ায় একদিন ভ্যান চালালে দু’দিন বসে থাকে। এই নিয়ে মাঝে মাঝে সংসারে তার মায়ের সাথে ঝগড়া গন্ডগোল লেগেই থাকে। এরই সূত্র ধরে বৃহষ্পতিবার রাতে আবারো গন্ডগোল শুরু হলে পাষন্ড ছেলে আরিফ তার মা সাহানা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে শুক্রবারে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে তাকে মর্গে পাঠানো হয়েছে এবং ওই পাষন্ড ছেলে আরিফের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার মায়ের পরিবারের লোকজন।
এরকম ন্যক্কারজনক ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।