আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের আহবান যুব কমর্সংস্থান -“প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসুচী পালনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।
রবিবার সকাল ১২ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বর কৃষি অফিস মিলানায়তে স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারের উন্নয়ন,যুবদের ভুমিকার উপর গুরুত্ব রেখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জাহান হোসেন অন্যান্যও মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ৬ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক ও সনদপত্র বিতরন সেই সাথে গাছের চারাও বিতরন করা হয়। বিঅনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আ:মান্নান।