সিরাজগঞ্জে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ চালকই নিহত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ২ চালকই নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২, ২০২০

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশের খালকুলায় সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বাঘা থানার মতিহার গ্রামের লাল চাঁদের ছেলে ট্রাক চালক জামিউল হোসেন (৪৩) এবং নোয়াখালী জেলার চর জব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী (২৮)। পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, একটি মালবাহী লংভেহিকেল চট্টগ্রাম থেকে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলো। সোমবার সকালে তাড়াশের খালকুলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উভয় গাড়ির চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

error: Content is protected !!