শাহাদাত হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর শাহাজীপাড়া বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব থেকে এশার পর্যন্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শাহাজীপাড়া বাইতুল নুর জামে মসজিদের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রীকলা মহিলা দাখিল মাদ্রসার সহকারী সুপার হযরত মাওঃ রওশান আলী।বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঘোজা ডাঙ্গা দারুসুফা হাফিজিয়া মাদ্রাসার সুপার ও মসজিদের খতিব হযরত মাওঃআবুল হাসান ।
বক্তারা কোরআন ও হাদিস থেকে রাসুল (সাঃ) জীবনী তুলে ধরেন তাদের বক্তব্যে বলেন, রাসুল (সাঃ) শুধু মুসলমানদের নবী নন,তিনি রহমাতুললিল আলামিন তথা সবার জন্য রহমত স্বরূপ। তিনি ধনী-গরীব, সাদা-কালো, মুসলিম-অমুসলিম সকল মানুষের নবী। বর্তমান বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে, জাতিতে জাতিতে যে হানাহানি চলছে, তার অবসান হবে রাসূল (সাঃ)-এর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে। তাই রাসূল (সাঃ) শান্তির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আহ্বান জানাচ্ছি। তবেই বাংলাদেশসহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম শাহাজীর পুত্র নাজমুল ইসলাম নয়ন, ইউপি সদস্য আহম্মাদ আলী শাহাজী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ অত্র এলাকার মুসুল্লিগন। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।