সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান পরিচালনার কথা জানতে পেরে হরিণের মাংস নদীতে ফেলে দেয় শিকারীরা। ঘটনাস্থল থেকে হরিণ শিকারীদের কাছ থেকে হরিণ শিকার করার ফাঁদ, রক্তমাখা বস্তা উদ্ধার সহ ১ টি নৌকা আটক করা হয়।
জানা যায় ৩ ডিসেম্বর রাত ১১ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের দিক নিদের্শনায় গেওয়াখালী বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অভিযান চালিয়ে আলকীর মেধের হংসরাজ খাল এলাকা থেকে হারিণের ফাঁদ ও আলামত সহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কয়রা উপজেলার বীনাপাণি গ্রামের দক্ষিণ পাড়ার আঃ কাদেরের পুত্র মাহমুদুল্যাহ (২৫), সুরাত গাজীর পুত্র রিপন গাজী (২৭) ও জোড়শিং পাতাখালী গ্রামের নাজিমউদ্দীন গাজীর পুত্র মোহসীন গাজী (৩৯)। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে। আটককৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
কয়রা খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৪/১২/২১ ইং।