সেচ্ছাসেবী সংগঠন BDAID সাতক্ষীরা জেলা শাখার পক্ষ হতে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ – magurarkotha.com

সেচ্ছাসেবী সংগঠন BDAID সাতক্ষীরা জেলা শাখার পক্ষ হতে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৮, ২০২১

বাংলাদেশ সমাজসেবা অধিদফতরের ১৯৬১ সালের সেচ্ছাসেবা মূলক সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (BDAID)।

সংগঠনটির কেন্দ্রীয় মহাপরিচালক মোহাম্মদ ইমরান খান ও চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে সাতক্ষীরায় ঝূর্ণিঝড় ইয়াস প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারে (BDAID) সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর বুড়িগোয়ালীনি ইউনিয়নের কলবাড়ী ৩০০ অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার, স্যালাইন, বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্টের (BDAID) সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সহ-সভাপতি তারিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লিমু, কোষাধ্যক্ষ কাজী নাইমুল ইসলাম, সদস্য মাসউদ আহমেদ, শ্যামনগর সরকারি মহসীন সাবেক সভাপতি আব্দুস সবুর ও বুড়িগোয়ালিনী যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।

error: Content is protected !!