স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৬, ২০২১

আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে কীভাবে খেলতে হয়, সেটা ভারতকে দেখে কেউ শিখুক। শুক্রবার (৫ নভেম্বর) তারা স্কটল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৮১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে বিরাট কোহলি এন্ড কোং।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে মাত্র ৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন লোকেশ রাহুল। মাত্র ১৯ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৩টি ছয় ও ৬টি চারের মার। এছাড়া রোহিত শর্মা করেছেন ৩০ রান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেছেন জর্জ মুন্সি। এছাড়া মিচেল লেস ২১, ম্যাকলিওড ১৬ ও মার্ক ওয়াট করেন ১৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা। এছাড়া জানপ্রিত বুমরা ২টি ও অশ্বিন নেন একটি উইকেট।

error: Content is protected !!