হজরত শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণ – magurarkotha.com

হজরত শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২২, ২০১৯

ঝিনুক টিভি ডেস্ক-

যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। ২৯৯ জন যাত্রী ছিলেন। তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌদি এয়ারলাইনসের এসভি ৮৮৫ ফ্লাইটটি চীনের গুয়াংজু থেকে সৌদি আরবের রিয়াদে যাচ্ছিল। চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে এটি। এরপর সুন্দরবনের ওপর দিয়ে কলকাতা হয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে যায়।

এর আগে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে শাহজালাল বিমানবন্দরে বার্তা পাঠানো হয় উড়োজাহাজের ডান ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে। এর কিছুক্ষণ পর বলা হয়, উড়োজাহাজটি ঢাকায় জরুরি অবতরণ করবে। এরপর সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকায় জরুরি অবতরণ করে। উড়োজাহাজটিতে ২৯৯ জন যাত্রী ছাড়া ১৬ জন ক্রু রয়েছেন।

error: Content is protected !!