সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরায় ব্রিজের নিচে হতে উদ্ধারকৃত কঙ্কালের রহস্য উদঘাটন সহ মূল আসামি গ্রেফতার। ঝরে পড়া ৩০ শিশুকে স্কুলে ফেরাল জেলা প্রশাসক মাগুরা শালিখায় অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে “এক পেট আহার অত:পর হাসি” এর পক্ষ থেকে খাবার বিতরণ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা ২০২৩ মাগুরার মহম্মদপুরে পুজা মন্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ মাগুরা জেলার তিন উপজেলা নির্বাহী অফিসারগনের বিদায় এবং সদ্য তিন উপজেলা নির্বাহী অফিসারগনের যোগদান উৎসবমুখর পরিবেশে চলছে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মহম্মদপুরের বিনোদপুরে সাপের কামড়ে গৃহ বধূর মৃত্যু! মহম্মদপুরের বাবুখালী পুলিশ ফাড়ির সামনে কেরাম বোর্ড খেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর জেলা প্রশাসক কর্তৃক মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন বেদনায় ভরা দিন  শেখ হাসিনা  রোড ৩২, ধানমন্ডি মাগুরার মহম্মদপুরে গরীব ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে ২০০টি বাই সাইকেল বিতরণ মাগুরা টিটিসির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধী কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত মাগুরা প্রশাসন পরিবারের দুইজন সদস্যের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ অর্জন! সারাদেশে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিআইবি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মহড়ায় মাগুরা জেলা পুলিশ মহম্মদপুরে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ৭২ পিচ ইয়াবা সহ০৩ জন মাদকব্যবসায়ী গ্রেফতার
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

২৭ মার্চ সাতক্ষীরায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি

মাগুরার কথা ডেক্স / ৪৯৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১:০০ অপরাহ্ন

শ্যামনগর প্রতিনিধি: আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন এবং পূজায় অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি চলছে মন্দির সংলগ্ন এলাকায়।নুতন রাস্হাঘাট নির্মান,হেলিপ্যাড তৈরী,মন্দির এলাকার আশেপাশে সৌন্দর্য্য বর্ধনের কাজ,আলোক সজ্জা সহ চলছে নানান কাজ।এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত ঘটনাস্থলে আসছেন এবং তদারকি করছেন। ইতিমধ্যে ডিজিএফআই, এনএসআই, রাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরো জানান, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও মোদির নিরাপত্তা দলের অগ্রবর্তী সদস্যরা গত সপ্তাহেই সাতক্ষীরা সরজমিন ঘুরে দেখেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়াত পথ, নিরাপত্তাসহ সবকিছু রেকি করে গেছেন তারা। বর্তমানে সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ওই মন্দির এলাকায় নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে যশোরেশ্বরী কালীমন্দির ও এর আশপাশ এলাকা বিশেষ গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ।

সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি নকিপুর মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলা উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষেরা আনন্দ-উৎসবে একাকার হয়ে যায়। এছাড়া সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। এসব পূজা অর্চনায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে।সাতক্ষীরায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ণ সরকার বলেন,ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী বলেন,
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের কথা রয়েছে তার।ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। এটি একান্ন পীঠস্থানের অন্যতম একটি ঐতিহ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো আবুজর গিফারী,সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি সদর চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা প্রতিটি বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!