আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা জাগ্রত বাঘা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে এবং বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চারঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ নাজমুল হক।
এ সময় অধ্যক্ষ নাজমুল হক তার বক্তব্যে বলেন,
গণমাধ্যমকর্মী তথা সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিভিন্ন আন্দোলন ও গণআন্দোলনে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতি আহ্বান জানান।
এ সময় সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; দল-মত নির্বিশেষে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনগণের কথা তুলে ধরা সাংবাদিকতার প্রধান দায়িত্ব।
এ সময় উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, আগামী দিনের রাষ্ট্র গঠনে সাংবাদিকদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেশাগত দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, নির্বাচনী পরিবেশ এবং সংবাদমাধ্যমের করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে মতামত প্রদান করেন।