বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের বারান্দা থেকে ১১ লক্ষাধিক টাকা চুরি: ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ১ জন রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা বাঘায় প্রধান শিক্ষকের বসা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫ বিএসটিআইয়ের অভিযানে ধ্বংস করা হলো ৬০ কেজি আইস ললি ও আইসক্রিম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহীতে অবৈধ চোলাইমদের আস্তানা ফাঁস, র‌্যাবের জালে বৃদ্ধ মাদক ব্যবসায়ী হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার নওগাঁয় স্ত্রী-কে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড শার্টের বুক পকেটে ১৬০ পিস ইয়াবা, র‌্যাবের জালে মাদক ব্যবসায়ী সোহেল আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশিদের দুঃসময়: ভিসা মিলছে না, স্বপ্ন ভেঙে যাচ্ছে বাগমারা’য় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন- মতলব উত্তরে ভূমি অফিসে পানিশমেন্ট পোস্টিং এসে গায়েব অফিস সহায়ক বাঘায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত মোহনপুর উপজেলা ফুটবল টিম চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা শাকিলা ফরহাদ বানুকে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শুভেচ্ছা, অভিনন্দন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বাঘার সেবা ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, এলাকায় উত্তেজনা রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সভাপতি প্রার্থী জয়নাল বাঘায় পুকুরে মাছ নিধনের অভিযোগ প্রতারক ও জালিয়াতচক্রের হোতা “গ্রীনপ্লাজা প্রপার্টিজ”এর মালিক মোস্তাফিজুরের বিচার দাবি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সংবাদ সম্মেলন প্রতারক মোস্তাফিজের বিচার ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি বিএনপি নেতা মিলুর
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

ঈশ্বরদীতে সন্ত্রাসী কে ‘ইঞ্জিনিয়ার কাকন’নাকি ৬২ মামলার আসামী জাকারিয়া পিন্টু ও তার ভাই?

নিজস্ব প্রতিবেদক / ২৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুরে বালুমহালের দখলকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ঈশ্বরদীর সাড়াঘাট, চরাঞ্চল ও ইপিজেড এলাকায় “ইঞ্জিনিয়ার কাকন বাহিনী”- নামে মিডিয়া কভারেজ ও ফেসবুকে ভাইরাল ভিডিওতে অভিযোগ উঠেছে। এসব সন্ত্রাসী কর্মকান্ড কারা কর‌ছে তা জান‌তে স্থানীয় জনগণ, মাঝি-জেলেদের সাক্ষ্য এবং থানার মামলার রেকর্ড খতিয়ে দেখে এক ভিন্ন চিত্র উঠে এসেছে।

প্রকৃত সন্ত্রাসী কে? জনমনে এটাই প্রশ্ন। ইঞ্জিনিয়ার কাকন নাকি বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার দুই ভাই মেহেদী হাসান ও সোনামনি?বিএনপি নেতা জাকারিয়া পিন্টু এবং তার দুই ভাই মেহেদী হাসান ও সোনামনির নামে রয়েছে মোট ৬২টি মামলা, যার মধ্যে রয়েছে হত্যা, মাদক, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরকসহ একা‌ধিক মামলা।

ইঞ্জিনিয়ার কাকন ১৯৯৪ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন এবং ২০০৭ সালে যান দুবাইয়ে। সেখান থেকে ফিরে বৈধভাবে যুক্ত হন বালু ব্যবসার সঙ্গে।

বিগত পাঁচ বছর ধরে নাটোর জেলা প্রশাসনের ইজারা প্রক্রিয়ায় বৈধভাবে বালুমহাল পরিচালনা করছেন। সর্বশেষ ১৪৩২ বাংলা সনে ৯ কোটি ৭৬ লাখ টাকা দিয়ে লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজার বালুমহাল ইজারা নেন তিনি।

নাম প্রকা‌শে অনইচ্ছুক এক জামায়াত নেতা ব‌লেন আজ ১৫/১৬ বছর ধ‌রে ঈশ্বরদী‌তে রাজনী‌তি কর‌ছি কখনও শুনলাম না কাকন না‌মের কোন নেতা বা বা‌হিনী আ‌ছে হঠাৎ কোথায় থে‌কে আ‌র্বিভাব হল বুঝলাম না।

‘কাকন বাহিনী’ অপপ্রচার—পেছনের কাহিনী কী?
স্থানীয় একাধিক সূত্র জানায়, ঈশ্বরদীর বিএনপি নেতা জাকা‌রিয়া পিন্টু বা‌হিনী নদীপথে চাঁদাবাজি ও অবৈধ বালু চুরি করতে গিয়ে ইঞ্জিনিয়ার কাকনের আইনি বাধার মুখে পড়ে। এরপর থেকেই শুরু হয় কাকনের বিরুদ্ধে অপপ্রচার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় ‘কাকন বাহিনী’ নাম দিয়ে বিভ্রান্তিকর ভিডিও ও অভিযোগ।

থানার রেকর্ড বলছে কী?ইঞ্জিনিয়ার কাকনের নামে মামলা:
ঈশ্বরদী থানায় রয়েছে মাত্র ২টি মামলা (৩১ মে ও ৭ জুন ২০২৫) – যা সাম্প্রতিক পিন্টুর ভাই মে‌হেদী বাদী হ‌য়ে দায়ের করা।লালপুর ও ভেড়ামারা থানায় কাকনের নামে কোনো মামলা নেই।

জাকারিয়া পিন্টু ও ভাইদের বিরুদ্ধে মামলা:মোট ৬২টি মামলা, যার মধ্যে অন্তর্ভুক্ত—১৬টি হত্যা,অপহরণ,ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি।এই মামলাগুলোর বেশিরভাগই ঈশ্বরদী ও লালপুর থানায় নথিভুক্ত।

এছারাও ৫ আগ‌ষ্টের পর তার ভাই‌দের বিরু‌দ্ধে একা‌ধিক চাদাবা‌জী, ভাংচুর, জ‌মিদখ‌লের অ‌ভি‌যোগ দি‌লেও তা ন‌থিভুক্ত কর‌তে দেয় নাই ক্ষমতার দাপ‌টে। সর্বশেষ প্রকাশ‌্য দিবা‌লো‌কে আরমবাড়ী বাজা‌রে এক বিএন‌পি কর্মী‌কে গুলীক‌রে তার ভাই সোনাম‌নি আজও সেই অস্ত্র উদ্ধার হয়‌নি,হ‌তে হয়‌নি গ্রেফতার।

বিআইডব্লিউটিএ’র রাজশাহী-আরিচা নৌপথের পাকশী ব্রিজ পর্যন্ত অংশ ৫ কোটি ৩১ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা নেয় গ্রুপঅন সার্ভিসেস প্লান লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রোপাইটর নাসির উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জুলাই থেকে সাঁড়া ঘাটে বৈধভাবে খাজনা আদায় কর‌তে গে‌লে ২৫% চাঁদার দাবী ক‌রে স্থানীয় বিএন‌পি নেতা জাকা‌রিয়া পিন্টু ও তার বা‌হিনী। চাদা না দেওয়ায় ক্ষিপ্ত হ‌য়ে আমার লোকজন‌কে পিন্টু বা‌হিনী ধ‌রে নি‌য়ে যায় এবং ব‌্যাপক মার‌পিট ক‌রে হাত,পা‌য়ের রগ কে‌টে দেয়।

সাঁড়াঘাট, চরাঞ্চল, ইপিজেডসহ নদী সংলগ্ন এলাকার জেলে, রাখাল ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে—“ইঞ্জিনিয়ার কাকন চাচা থাকার কারণে আমরা একটু নিরাপদ বোধ ক‌রি। তাছারা জাকা‌রিয়া পিন্টুর ভাই মেহেদী নদীতে ২/৩ ইস্পিরিট বোটে অস্ত্র নি‌য়ে মোহড়া দেয় আর অত‌্যাধ‌নিক ড্রোন দিয়ে নজরদারি করে বা‌হিনীর লোকজন এ‌সে মাছ কেড়ে নিয়ে যায় এবং গোপ‌নে অবৈধভাবে বালি উ‌ত্তলোন ক‌রে কো‌টি কো‌টি টাকা রাজস্ব ফা‌কি দেয়।

যেখানে ইঞ্জিনিয়ার কাকন বৈধ ইজারার মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে নিয়োজিত, সেখানে বিএনপি নেতা পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে রয়েছে একের পর এক ফৌজদারি মামলা। তাহলে প্রকৃত ‘বাহিনী’ কার? চাঁদাবাজ কে?

প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে এত গুরুতর অভিযোগ ও অসংখ্য মামলার পরও কিভাবে পিন্টু ভাইয়েরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়? কেন তারা বারবার জামিনে মুক্তি পায়?
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তারা আইনের ঊর্ধ্বে থেকে অপরাধ করে যাচ্ছে।

থানার মামলা,স্থানীয়দের সাক্ষ্য,প্রশাসনিক নথি ও মাঠ পর্যায়ের বাস্তবতা মিলিয়ে স্পষ্ট—ঈশ্বরদী ও লালপুর এলাকায় প্রকৃত সন্ত্রাসী ও দখলদার চক্র হলো বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইয়েরা। ইঞ্জিনিয়ার কাকনের বিরুদ্ধে প্রচার একটি পরিকল্পিত অপপ্রচার মাত্র।

স্থানীয় জনগন,মা‌ঝি ও জে‌লে‌দের চাওয়া প্রশাসন ও মিডিয়া প্রকৃত সত্য উদঘাটন ক‌রে প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন কর‌বে এমনটায় প্রত‌্যাশা স্ব‌চেতন ম‌হলের।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!