সারাদেশের ন্যায়ে কেশবপুর উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নে টি সি বি'র ভোগ্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টি সি বি পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন,ইউপি সদস্য সিরাজুল ইসলাম,মশিয়ারসহ ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরম্নষ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ বৃন্দরা। রবিবার দুপুরে ১ নং ত্রিমেহিনী ইউনিয়নে টি সি বি'র ভোগ্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টি সি বি পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনিছুর রহমান।এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরম্নষ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ বৃন্দরা। একইদিনে ৯ নং গৌরিঘোনা ইউনিয়নে টি সি বি'র পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করা। রবিবার সকালে পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টি সি বি পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করেন,গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি মৎস অফিসার ও ট্যাগ অফিসার আলমগীর হোসেন,ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্ত্মফিজুর রহমান কাজল,পংকোজ চক্রবর্তীসহ ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরম্নষ ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ বৃন্দরা। এদিকে ১১ নং হাসানপুর ইউনিয়নে টি সি বি'র পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টি সি বি'র পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করেন,হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জিএম আলতাফ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ওজিয়ার রহমান, পরিষদের সচিব মিনারম্নল ইসলাম,ইউপি সদস্য এসএম হেকমত আলী,কামরম্নজ্জামান,বুলবুল আহমেদ,আশরাফুজ্জামান,কলেস্নাল কুমার দাস,নূরনবী ছামনাদী,আশরাফুল সরদার,আতিয়ার রহমান,মোমিনুর রহমান মহিলা মেম্বার সাজেদা খাতুন,জাহানারা খাতু,রম্নবিয়া খাতুন সহ পরিষদের গ্রাম পুলিশ প্রমুখ। একইদিনে উপজেলার সবকয়টি ইউনিয়নে টি সি বি'র ভোগ্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রিয়ের শুভ উদ্বোধন করা হয়।