একটি মানবিক আবেদন আর্থিক সাহায্যের জন্য। – magurarkotha.com

একটি মানবিক আবেদন আর্থিক সাহায্যের জন্য।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২২

 

রাজশাহীর বাঘা উপজেলাধীন
মোঃ মকবুল হোসেন (৫৫)। তার হার্টের ৬ টি ব্লকে বড় সমস্যা ধরা পড়েছে। ব্লকে সমস্যা জনিত কারণে সংশ্রিষ্ঠ চিকিৎসক জানিয়েছেন, মকবুল হোসেন কে বাচাঁতে বাইপাস অপারেশন জরুরী।বাইপাস অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মুমূর্ষু অবস্থায় ঢাকায় এক হাসপাতালে অবস্থান করছেন। মকবুল হোসেনের আর্থিক অবস্থা বলতে ৩ শতাংশ ভিটামাটি ও সরকারি সুবিধা বঞ্চিত নন-এমপিও (অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর) চাকুরী ব্যতীত আর কিছুই নেই। তার পারিবারিক ভাবে সম্পূর্ণ অর্থ সংকুলান করতে না পারায় নিরুপায় হয়ে অসহায় মানুষটিকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্য ও দোয়ার জন্য আবেদন জানিয়েছেন।

আর্থিক সাহায্য সহযোগিতা পাঠাইতে
মোঃ মোশাররফ হোসেন (মকবুলের ছোট ভাই) ০১৭৭০৯১৪২৪১ (বিকাশ+নগদ) এনআরবিসি ব্যাংক, হিসাব নং ০১২০৩১১০০০০১৪৪৯
বাঘা ব্রান্জ,বাঘা,রাজশাহী।
তারিখ ঃ১১/০১/২২ ইং

error: Content is protected !!