 
     
 লালমনিরাহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি স্থানীয় ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয় এর সহকারী -শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২ ), এবং তার সহযোগী চান মিয়া কে (৪৩ ) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ শে অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে, লালমনিরহাট জেলা ও দায়রা ,জজ, আদালতের ,নারী ও শিশু নির্যাতন, দমন- ট্রাইবুনালের বিচারক, ড. আব্দুল মজিদ শুনানির শেষে এ আদেশ দেন।
অভিযুক্ত বিএনপি নেতা , শিক্ষক ,গোলাম কিবরিয়া রিপন উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অপর অভিযুক্ত মোঃ চান মিয়া পার্শ্ববর্তী তালুকদুলালী (বারঘরি) গ্রামের মোঃ হাসমত আলীর ছেলে।
মামলার বাদী ওই এনজিও কর্মীর এজাহারে উল্লেখ করেন, ব্র্যাক অফিস ভেলাবাড়ি শাখায় ক্রেডিট অফিসার,
এ ঘটনায় গত(১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীবাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন । গতকাল বুধবার ২৯-১০-২৫ ইং তারিখে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালত তা নাম মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহির উদ্দিন আহমেদ লিমন, বিষয়টি নিশ্চিত করে, বলেন, আমরা আদালতে আসামিদের জামিন আবেদন করেছি। আদালত তা নাম মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।
