এবার কোহলিকে পেছনে ফেললেন রিজওয়ান – magurarkotha.com

এবার কোহলিকে পেছনে ফেললেন রিজওয়ান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। বুধবার প্রকাশিত এই র‌্যাংকিংয়ে চার ধাপ অবনতি হয়েছে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির। ব্যাটারদের তালিকায় তিনি এখন অষ্টম স্থানে। আর উল্টোটা ঘটেছে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের বেলায়। বিশ্বকাপসহ এর আগের দুর্দান্ত সব পারফরম্যান্সের দরুণ ছয়ে জায়গা করে নিয়েছেন এই পাক উইকেটকিপার ব্যাটার।

সে হিসেবে কোহলি থেকে দুই ধাপ এগিয়ে গেলেন রিজওয়ান। এদিকে পাঁচ ম্যাচে চার হাফ সেঞ্চুরি করে র্যাংকিং শীর্ষে শক্ত অবস্থান নিয়েছেন রিজওয়ানের সতীর্থ বাবর আজম।

বিশ্বকাপে পাকিস্তানকে দারুণ নেতৃত্ব দেওয়া এ অধিনায়কের বর্তমান রেটিং ৮৩৯। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটার ডেভিড মালান। চারে নেমে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গা (তৃতীয় স্থান) দখল করেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

কোহলির অবনমন ঘটলেও ভারত দলের মধ্যে বড় লাফ দিয়েছেন ওপেনার লোকেশ রাহুল। সুপার টুয়েলভে তিনটি হাফ সেঞ্চুরি করে র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করে সেরা দশে ঢুকেছেন। ৬৬৯ রেটিং নিয়ে দশম স্থানে তিনি।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং ৭৯৭ পয়েন্ট। হাসারাঙ্গার পরে সেরা তিনে আছেন তাবরাইজ শামসি ও আদিল রশিদ। অলরাউন্ডার তালিকায় যথারীতি শীর্ষে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। বাংলাদেশের সাকিব আল হাসান (২৬০) তার চেয়ে ৫ পয়েন্ট পেছনে।

error: Content is protected !!