বক্সিংয়ের আতুরঘর রাজশাহীতে বিদেশি কোচের তত্ত্বাবধানে চলা জাতীয় বক্সিং ক্যাম্প বন্ধ হয়ে গেছে। দক্ষিণ এশীয় (এসএ) গেমসের অনিশ্চয়তার কারণে গত ২৬ অক্টোবর ক্যাম্পটি বন্ধ করে দিতে বাধ্য হয় বাংলাদেশ বক্সিং ফেডারেশন। ইতোমধ্যে বিদেশি কোচ নিজ দেশেও ফিরে গেছেন।
ফেডারেশন সূত্রে জানা যায়, গেমস পিছিয়ে যাওয়ায় নতুন করে কবে ক্যাম্প শুরু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। এতে হতাশ বক্সাররাও দিশেহারা হয়ে পড়েছেন। তারা বলছেন, “আবার কবে ক্যাম্প হবে, কিছুই জানি না।”
এদিকে শুধু বক্সিং নয়, উশু ফেডারেশনকেও গেল মাসের শেষদিকে ক্যাম্প বন্ধ করতে হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকেও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি তারা।
বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান যুব গেমস চলাকালীন সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় জানানো হয়, স্বাগতিক পাকিস্তান আগামী জানুয়ারিতে এসএ গেমস আয়োজন করতে পারছে না। ফলে ১৪তম এসএ গেমস ২২ মাস পিছিয়ে ২০২৭ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে।
তবে নতুন সূচি অনুযায়ী পাকিস্তান আসরটি আয়োজন করতে পারবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে বিষয়টির চূড়ান্ত নিশ্চয়তা দেবে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। যদি পাকিস্তান না পারে, তবে নতুন আয়োজক দেশ খুঁজে নেওয়া হবে।