শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ করার শুরুর দাবিতে মশাল মিছিল তিস্তা পাড়ে রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষায় দেশ ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনতার বিক্ষোভ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য আটক বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ মাগুরা দুই উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি)র যোগদান। মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন ও র‍্যালি, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী জসিমের কাঁচামালের দোকানে ইউএনও দবির উদ্দিন পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল মহম্মদপুরে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন মোহাম্মদপুরে বাবুখালী নদীতে অবাধে চলছে ইলিশ শিকার মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন রাজশাহীতে খাদ্য বিভাগের গাফিলতি : ডিসি ফুড ও আরসি ফুডের ছত্রছায়ায় লুটপাট মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু রাজশাহীর মোহনপুর উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত ঐক্যের প্রতিক বরেন্দ্র প্রেসক্লাব: নব-নির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনায় ইউএনও
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ঐক্যের প্রতিক বরেন্দ্র প্রেসক্লাব: নব-নির্বাচিত সাংবাদিকদের সংবর্ধনায় ইউএনও

নিজস্ব প্রতিবেদক / ৪৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্কে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সাংবাদিক জনকন্ঠের গোদাগাড়ী প্রতিনিধি অলিউল্লাহ ও উপচারের মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকন্ঠের গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন— “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। একজন সাংবাদিক সমাজের বিবেক হিসেবে কাজ করেন। সমাজের ভালো-মন্দ, অন্যায়-অবিচার, উন্নয়ন-অগ্রগতি—সব কিছুই সাংবাদিকের কলমে প্রতিফলিত হয়। তাই সাংবাদিকদের কাজ হতে হবে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক। প্রশাসন সবসময় দায়িত্বশীল। সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে।”
তিনি আরো বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি ঐক্যের প্রতীক। আপনারা এই ঐক্য ধরে রেখে লিখনির মাধ্যমে সমাজে আপনাদের চিহ্ন রেখে যাবেন বলে আমি আশাবাদী। “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতিমধ্যে বরেন্দ্র অঞ্চলে সাংবাদিকতার একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। উন্নয়ন সাংবাদিকতা, মানবিক প্রতিবেদন ও স্থানীয় সমস্যা তুলে ধরার মাধ্যমে তারা সমাজ পরিবর্তনের অংশ হয়ে উঠেছে—এটি সত্যিই প্রশংসনীয়।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আশরাফ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, এবং রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু।

তাঁরা নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন— “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। আজকের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করছেন না, বরং স্থানীয় সমস্যাগুলো প্রশাসনের নজরে আনতে নিরলসভাবে কাজ করছেন। তাদের লেখনীতে বরেন্দ্র অঞ্চলের বাস্তব চিত্র উঠে আসছে—এটাই গণমাধ্যমের প্রকৃত শক্তি।”

তাঁরা আরও বলেন,“বরেন্দ্র অঞ্চল সম্ভাবনার এলাকা হলেও নানা সমস্যা ও অবহেলায় পিছিয়ে আছে। এসব সমস্যা ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে, যাতে সরকার ও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারে। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সেই ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও শাহিনুর রহমান সোনা।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আক্তার হোসেন হিরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন।

এ সময় বক্তারা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে গ্রোগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান হযরত আলী বলেন,বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীসহ উত্তরাঞ্চলের সাংবাদিকদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তারা ইতিমধ্যে আস্থা অর্জন করেছে। আগামী দিনে এই ক্লাব হবে ন্যায়ের, সত্যের ও জনগণের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর।”

অনুষ্ঠান শেষে ছিল মধ্যাহ্নভোজ পর্ব ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা, যেখানে সাংবাদিক, অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে মতবিনিময় করেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর