কুড়িগ্রাম কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি অভিযোগে দালাল চক্র বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছেন পুলিশ।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর থানা ও সদর্পাড়ি পুলিশের একটি যৌথ টিম হাসপাতালে প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে সন্ধ্যায় জেলা পুলিশের এক পেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম ( ২৭ ), মোঃ নূর হোসেন রায়হান মিয়া (২৭), হরি কেশ মধ্যপাড়া, এলাকার আনোয়ার হোসেন (৩০), এবং সদ্দার পাড়া এলাকার মোহাম্মদ মারুফ মিয়া (৪০) ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে এলাকা একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এবং চিকিৎসা সেবার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় এতে সাধারণ রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।
এতে সাধারণ রোগীরা হয়রেনির শিকার হচ্ছেন পুলিশি এ অভিযানে প্রশংসা করে দূরত্ব হাসপাতাল এলাকায় সম্পূর্ণ দালাল মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।