কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক – magurarkotha.com

কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুরে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলে। তিনি এদিন উপজেলার গড়ভাঙ্গা এলাকায় তৈরি করা ও ইমাননগর এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল প্রমুখ।আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ কে এম ফজলুর রহমান সন্তোষ প্রকাশ করেছেন। পরিদর্শনের পর গড়ভাঙ্গা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

error: Content is protected !!