কেশবপুরে চাঁদা না দেয়ায় গাছের চারা কর্তনের অভিযোগ – magurarkotha.com

কেশবপুরে চাঁদা না দেয়ায় গাছের চারা কর্তনের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২২

 

কেশবপুরে চাঁদা না দেয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিরা পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত স্বরজিৎ সাহার ছেলে রাজিব সাহার জমিতে রোপনকৃত মেহগুনি গাছে চারা কেটে ÿতিসাধন করেছে।
মঙ্গলবার রাতে এ ঘটনার সময় বাধা নিষেধ করলে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে মারপিট করে তারা। এ বিষয়ে বুধবার রাজীব সাহা কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। রাজীব সাহা জানান, এলাকার একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় রাতের আধারে আমার জমির গাছ কেটে দিয়েছে তারা। এতে প্রায় ১০ হাজার টাকা ÿতি হয়েছে। পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। এবিষয়ে তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপÿের হস্ত্মÿেপ কামনা করেছেন। এব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু বক্কার বলেন, গাছের চারা কর্তনের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত্ম করে ব্যবস্থা গ্রহন করা হবে।

error: Content is protected !!