কেশবপুরে জাতীয় যুবসংহতির সভাপতি মেম্বার আব্দুল আহাদের মৃত্যু – magurarkotha.com

কেশবপুরে জাতীয় যুবসংহতির সভাপতি মেম্বার আব্দুল আহাদের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও আব্দুল আহাদ (৫০) মৃত্যুবরণ করেছে।বুধবার রাতে তিনি খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার মজিদপুর কওমী মাদ্রাসায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা জাতীয় পাটির আহ্বায়ক মাষ্টার ইউনুছ আলী , যুগ্ম আহ্বায়ক জিএম হাসান , রুহুল আমীন খান , মোসলেম উদ্দীন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহিনুর রহমান প্রমূখ।

error: Content is protected !!