কেশবপুরে কমলাপুর গ্রামে ৯ম শ্রেণীর ছাত্রীকে আয়োজন করে বিয়ে দেওয়ার সময়ে প্রশাসনের হস্ত্মক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হলো। বিল পাড়ি দিয়ে বর নিজেকে রক্ষা করে।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের আব্দুল হালিম গাজীর কন্যা সাতাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী লিমা খাতুনের বিয়ে দেওয়ার দিন ছিলো গতকাল শুক্রবার। আনুষ্ঠানিক এই বিয়ের আয়োজন করেছে কন্যা পক্ষ। ছেলে মনিরামপুর উপজেলা হতে বরযাত্রীসহ বিয়ে করতে আসে ৪ ফেব্রম্নয়ারি শুক্রবারের দিন দুপুরে। কন্যার পিতা আব্দুল হালিম গাজী বিয়ের অনুষ্ঠানে আপ্যায়ন সহ খাওয়ার সকল আয়োজন করেছে। বর সহ বরযাত্রীরা বিয়ের অনুষ্ঠানে আসার পারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছালে বরযাত্রী সহ বর বিল পাড়িদিয়ে পালিয়ে যায়। এসময়ে প্রতিবেশী সেলিমের বাড়িতে লুকিয়ে থাকা মেয়ের পিতা আব্দুল হালিম গাজীকে পুলিশ আটক করে বিয়ের অনুষ্ঠানে হাজির করে। পাঁজিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন কেশবপুর উপজেলা প্রশাসনের হস্ত্মক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়ে যায়। এ সময় সহকারী কমিশনর মোঃ আরিফুজ্জামান কন্যা পক্ষকের নিকট হতে মুচলেকা নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের পিতা আব্দুল হালিম গাজীর নিকট হতে জরিমানা করা হয়েছে।