কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্ষিয়ান আব্দুর রহমান গাজী ৬ষ্ঠ বারের মতো ইউপি মেম্বার নির্বাচিত হয়েছেন। ইউপি মেম্বার আব্দুর রহমান গাজী মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মোঃ সেলিম হোসেন গাজীর পুত্র। বর্তমান বয়স তার ৬৩ বছর। তাঁর স্ত্রী এক জন সফল গৃহিনী। তিনি ৪ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। সন্তানরা সকলে প্রতিষ্টিত।
ব্যাক্তিগত ভাবে তিনি একজন সফল ব্যবসায়ী। মোঃ আব্দুর রহমান গাজী একটানা পর পর ১ নং বাগদ-শ্রিরামপুর ওয়ার্ড হতে ইউপি মেম্বার পদে নির্বাচন করে বিজয়ী হয়ে খুব সুনামির সাথে তাঁর এলাকাবাসীর সেবা করে আসছেন। তিনি ১৯৯২ সালে প্রথমবার ইউপি মেম্বার পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। ১৯৯৮ সালে দ্বিতীয় বার, ২০০৫ তৃতীয় বার, ২০১০ সালে ৪র্থ বার, ২০১৬ সালের ২৮ মে ৫ম বারের মতোই ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এরমধ্যে ২০০৮ সালে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্তের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ৬৩ বছর বয়েসে তিনি এবারও নির্নাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন।মজিতপুর ইউনিয়নের বাগদাহ- শ্রীরামপুর গ্রাম নিয়ে ১ নং ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৮৮৭। এরমধ্যে বাগদাহ গ্রামে ১৩০৭ ও শ্রীরামপুর গ্রামে ১৫৮০ ভোট। ৫ জানুয়ারী নির্বাচে তার ওয়ার্ডে মোট প্রার্থী ছিলেন ৩ জন। আব্দুর রহমান গাজী (তালা), আশরাফুজ্জামা জুয়েল (ফুটবল) ও মুজিবর রহমান (মোরগ) মার্কা নিয়ে নির্বাচন করে ১৩৩৮ ভোট পেয়ে ৬ষ্ট বারের মতো ইউপি মেম্বার পদে নির্বচিত হয়েছেন আব্দুর রহমান গাজী। তার নিকটমত প্রার্থী আশরাফুজ্জামা জুয়েল পেয়েছেন ৫৪৯ ভোট এবং মজিবুর রহমান পেয়েছে ৩৭৪ ভোট। আব্দুর রহমান গাজী বলেন বিগত ৩১ টি বছর নির্বাচিত মেম্বার হিসাবে সুনামির সাথে এলাকায় দায়িত্ব পালন করে আসছি। তিনি সুস্থ্য থেকে সুনামের সাথে এই ৬ষ্ঠ মেয়াদে যাতে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।