কেশবপুর উপজেলায় ২৪ হাজার শিক্ষার্থীর করোনা টিকা দেয়া ইতোমধ্যে শেষ হয়েছে। উপজেলায় মোট ১লাখ ৮২ হাজার মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। উপজেলায় করোনা সংক্রমনের হার ২০ শতাংশ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক কর্তৃপক্ষ।
গত ১০ দিনে কেশবপুর উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ২৪ হাজার শিক্ষার্থীর করোনা টিকা শেষ হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক, উপজেলা পরিষদ হলরুম, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ পুর্ব পরিকল্পনা অনুযায়ি শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান,কেশবপুরে করোনার টিকা ভ্যাকসিনের কোন সংকট নেই। মানুষের মানুষের মাঝে সচেতনতার অভাবে প্রথম ডোজ শতভাগ দেয়া সম্ভব হয়নি। উপজেলার ২৪ হাজার শিক্ষার্থীসহ করোনার টিকা দেয়া হয়েছে প্রথম ডোজ ১লাখ ৮২ হাজার ৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দে;য়া হয়েছে ১লাখ ২৭ হাজার ৪শ ৫৯ ও বুষ্টার ডোজ দেয়া হয়েছে ২ হাজার ৪শ ৯১ জনকে। এর মধ্যে তৃতীয় ডোজ টিকা দেয়া শুযরু হয়েছে। বর্তমান করোনা সংক্রমনের হার ২০ শতাংশ দাড়িয়েছে। তিনি মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সকলকে অনুরোধ করেছেন।