কেশবপুরে সদর ইউপির স্থগিত ১ টি কেন্দ্রের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী – magurarkotha.com

কেশবপুরে সদর ইউপির স্থগিত ১ টি কেন্দ্রের নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

 

কেশবপুর ৬ নং সদর ইউপির ১ টি ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের নির্বাচন আগামী ৭ ফেব্রম্নয়ারী ঘোষণা করেছেন উপজেলার নির্বাচন অফিস। গত ৫ জানুয়ারি ২০২২ কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্ত্মিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে ছিলো। কিন্তু কেশবপুর ৬ নং সদর ইউনিয়ন পরিষদের ২ নং নতুন মূলগ্রাম ওয়ার্ডে ভোট কাটাকাটি বিশৃঙ্খলার অভিযোগে ওই ওয়ার্ডের ভোট গ্রহন স্থগিত করে দেন স্থানীয় প্রশাসন। ওই ওয়ার্ডে ২ হাজার ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সংরÿিত মহিলা মেম্বর নির্বাচন করবেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে ২ টি ওয়ার্ডের ভোটের হিসাবে তালগাছ মার্কার প্রার্থী মোছাঃ রাশিদা বেগম পেয়ে ছিলেন ১৩৪৪ ভোট, ও কলম মার্কার প্রার্থী মোছাঃ রম্নবিয়া খাতুন পেয়ে ছিলেন ৭৪২ ভোট। তালগাছ মার্কার প্রার্থী ৬০২ ভোটে এগিয়ে আছেন। জয়ের ব্যাপারে দুই প্রার্থীই আশাবাদী। সংরÿিত মহিলা মেম্বর প্রার্থীদ্বয় নির্বাচনে ফলাফল নিজের পক্ষে আদায়ের জন্য ইতিমধ্যে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটার ও সমার্থকরা হিসাব নিকাশ ও সমীকরণে করছে কে হচ্ছে সংরÿিত মহিলা মেম্বর মোছাঃ রাশিদা বেগম না কি মোছাঃ রম্নবিয়া খাতুন। উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুর রশিদ জানান কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের স্থগিত নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পযর্ন্ত্ম বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হবে।

error: Content is protected !!