কেশবপুরে সেচ প্রকল্পের পানি সরবরাহ করার পাইপ কেটে দেওয়ার অভিযোগ – magurarkotha.com

কেশবপুরে সেচ প্রকল্পের পানি সরবরাহ করার পাইপ কেটে দেওয়ার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২২

কেশবপুরে সেচ প্রকল্পের পানি সরবরাহ করার মাটির নিচের পাইপ কে বা কারা কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে ঐ গ্রামের কৃষকদের প্রায় ৪০ বিঘা বৌরো মৌসমে রোপণ করা জমিতে পানি সরবরাহ করা নিয়ে দুচিন্ত্মায় হয়ে পড়েছেন সেচ প্রকল্পের মালিক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বায়সা গ্রামের মৃত অধির কুমার দত্তের ছেলে বিষ্ণ পচু দত্তের বাড়িতে গিয়ে জানা গেছে কে বা কারা গত শনিবার ১ জানুয়ারী রাতের আধারে মাটির নিচে পানি সরবরাহ করার পাইপ কেটে দিয়ে প্রায় ৫ হাজার টাকার ÿতিসাধন করে। বিষ্ণ পচু দত্ত সাংবাদিকদের জানান তিনি তার নিজ বাড়িতে সেচ প্রকল্প রয়েছে। কৃষকদের জমিতে পানি সরবরাহ করার জন্য মাটির নিচে পাইপ দিয়ে জমিতে পানি সরবরাহ করে আসছে। কিন্ত্ম কে বা কারা তার বাড়ির সামনে জমির নিচে দিয়ে পানি সরবরাহ করার পাইপটি কেটে দেয়। যার কারণে তিনি দুচিন্ত্মায় পড়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত্ম কোন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়নি। তবে তিনি লিখিত অভিযোগ করবেন বলে সেচ প্রকল্পের মালিক বিষ্ণ পচু দত্ত জানান।

error: Content is protected !!