কেশবপুরে ২৭০ ছাত্রী পেল স্যানিটেশন সামগ্রী – magurarkotha.com

কেশবপুরে ২৭০ ছাত্রী পেল স্যানিটেশন সামগ্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২২

কেশবপুরে ২৭০ জন ছাত্রীকে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সামগ্রী দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে স্যানিটেশন সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
রামচন্দ্রপুর পাঁচপীর দরগাহ মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অলিয়ার রহমানের সভাপতিত্বে স্যানিটেশন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সাবেক মহিলা কাউন্সিলর মনিরা খানম, ওই মাদ্রাসার শিক্ষক জি এম শহিদুল ইসলাম, দীন ইসলাম, আব্দুল মান্নান, রেজাউল ইসলাম, নাজমা বেগম, হোসনেয়ারা প্রমুখ। স্বাস্থ্য সম্মত স্যানিটেশন সামগ্রী পেয়ে মাদ্রাসার ছাত্রীরা খুশি প্রকাশ করেন।এ মাদ্রাসায় নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া ৫০ জন ছাত্রীকে স্যানিটেশন সামগ্রী দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরে এডিপির অর্থায়নে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া ২৭০ জন ছাত্রীকে এ স্যানিটেশন সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

error: Content is protected !!