কয়রায় শেখ রাজিয়া নাসরের মত্যু বার্ষিকী পালন – magurarkotha.com

কয়রায় শেখ রাজিয়া নাসরের মত্যু বার্ষিকী পালন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২১

কয়রা উপজেলা স্থানীয় সরকারের সকল জনপ্রতিনিধিদের আয়ােজনে শেখ রাজিয়া নাসের এর ১ম মত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দােয়া মাহফিল ১৬ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মােঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্যাহ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মােস্তাহিন বিল্লাহ, কৃষি অফিসার মােঃ আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মােঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, মােড়ল আছের আলী, যুবলীগ নেতা মােস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান খােকন, মােঃ হাবিবুল্যাহ, এসএম মাসুম বিল্লাহ, সৈনিক লীগ নেতা আরাফাত হােসেন, তাঁতীলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ-১৬/১১/২১ ইং।

error: Content is protected !!