খান শরাফত হোসেন সভাপতি অ্যাডঃ সঞ্জয় রায় চৌধুরী সম্পাদক
মাগুরায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটি গঠন।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মাগুরা জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর জেলা কমিটি নতুনভাবে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমেটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সসন্ধ্যায় শহরের কন্ঠ বিথীর অফিস রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন খান শরাফত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনকন্ঠের মাগুরা প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী সঞ্জয় রায় চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক আব্দুর রাকিব তরফদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ আলম ও এরিয়া সমন্বয়কারী মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সভার সভাপতিত্ব করেন দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান শরাফত হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আবু সাঈদ বুলু।
সুশাসন বিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়ে সভায় বছর ব্যাপি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এর আগে সুজনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা নবনির্বাচিত পুরো কমিটির নাম ঘোঘনা করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিযার রহমান , সাংবাদিক আইনজীবী অ্যডভোকেট অমিত মিত্র, অবু সাইদ বুলু , অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস , যুগ্ন সাধারন সম্পাদক প্রধান শিক্ষক বাহারুল ইসলাম , কোষাধ্যক্ষ শিক্ষক সাংবাদিক শাহীন আলম তুহিন , প্চার ও প্রকাশনা সস্পাদক সাংবাদিক কে এম শাহনেওয়াজ , নির্বাহী সদস্য খান রকিবুল হক দীপু , অধ্যক্ষ নওয়াব আলী , প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস , মোছা লীনা খানম , মো: জসিমউদ্দিন , সাহীন আফরোজ বেবী , তানিয়া আক্তার তানি , নাজমুল হক, সোহাগ হোসেন সন্ধি । সভায় মাগুরার বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।