২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” ও ০৯ ডিসেম্বর “বেগম রোকেয়া দিবস ২০২৫” উদযাপন উপলক্ষ্যে রাজশাহীর চারঘাটে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।সব শেষে ৩ জন অদম্য নারীকে সার্টিফিকেট ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়