প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ
চুকনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

খুলনা ডুমুরিয়ায় চুকনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তৌফিক হাসান (সোহেল)( ৩৫)নিহত হয়েছে, সে কেশবপুর উপজেলার মৃত আব্দুল মোমিনের ছেলে, আজ( ২৪শে জানুয়ারি) সোমবার বিকাল ৩ টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের মৃত আব্দুল মোমিনের ছেলে তৌফিক হাসান সোহেল(৩৫) খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো জ ০৫-০০৩৬) মুখোমুখি সংঘর্ষে (বাকের কারণে একে অপরকে দেখতে না পারায়) ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
দৈনিক মাগুরার কথা সত্যের সাথে অবিরাম। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2025 All rights reserved. www.magurarkotha.com