জাম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা সিটি ইন হোটেলে চ্যানেল এস সেভেন-এর আত্মপ্রকাশ
খুলনা, ৭ ডিসেম্বর রোজ রবিবার
সময় সন্ধ্যা ৭ ঘটিকা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনার থ্রি স্টার সিটি ইন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হলো চ্যানেল এস সেভেন-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ্যাড. মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগর সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, চ্যানেল এস সেভেন এর উপদেষ্টা ও নাগরিক নেতা এ্যাডভোকেট মো: বাবুল হাওলাদার, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ও চ্যানেল এস সেভেন এর উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু
চ্যানেল এস সেভেন-এর চেয়ারম্যান শেখ শাহীন-এর সভাপতিত্বে এবং ইফফাত সানিয়া ন্যান্সির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মামুন মোল্লা, শংকর দাস প্রবন, গাজী মনিরুজ্জামান, তারিকুল ইসলাম তুহিন, আসিস কুমার সাহা, মোঃ টোকন শেখ, শিশু সাংবাদিক শেখ জান্নাতুল ফেরদৌস এবং শিশু সাংবাদিক কথা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা পদ্মা সরিয়ে চ্যানেল এস সেভেন-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সমাজসেবা ও সাংবাদিকতায় এবং মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। নৈশ ভোজ এবং ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভাপতির বক্তব্য (চেয়ারম্যান শেখ শাহীন)
“চ্যানেল এস সেভেন দেশ ও মানুষের কল্যাণে একটি দায়িত্বশীল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা নির্মোহ সত্য, মানবিক সাংবাদিকতা এবং ইতিবাচক সমাজগঠনের প্রত্যয়ে এগিয়ে চলেছি। তরুণ প্রজন্মকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”