১৪ নভেম্বর ২০২৫ তারিখ, শুক্রবার মাগুরা জেলা স্টেডিয়ামে ‘জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক জনাব মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জনাব জুলফিকার আলী খান; পুলিশ সুপার, মাগুরা জনাব মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম; জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজ এবং জুলাই গণঅভ্যুত্থানের ১০ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
টুর্নামেন্ট উদ্বোধনের পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এই আয়োজন তরুণদের সুস্থ ধারার সম্পৃক্ততা বাড়াবে, শহীদদের স্মরণে তাৎপর্য বহন করবে এবং মাগুরার ক্রিকেটকে নতুন প্রাণ দেবে।
মাগুরা জেলা পরিষদ ও চিকিৎসক সিমিন মজিদ আখতার এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত এক মাসব্যাপী এই লিগে অংশ নিচ্ছে ১৬টি ক্লাব। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভায়না ক্রিকেট একাডেমি ও মইন উদ্দিন স্মৃতি সংসদ।