জেলা পরিষদ, মাগুরা এর অর্থায়নে ‘আনন্দ সরোবর’ পুকুর উন্নয়ন ও শিশু পার্কের উদ্বোধন:
জেলা পরিষদ, মাগুরা এর অর্থায়নে নির্মিত 'আনন্দ সরোবর' পুকুরের উন্নয়ন কাজ ও শিশু পার্কের উদ্বোধন করেন শিল্প সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন যে, জনসাধারণের বিনোদন, সৌন্দর্যবর্ধন এবং নিরাপদ অবসর বিনোদন তৈরির উদ্দেশ্যে জেলা পরিষদ মাগুরার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে জেলা পরিষদকে পাশে থাকার আহবান জানান।
এসময় জেলা প্রশাসক বলেন যে, শিশু-কিশোরদের সুস্থ বিকাশ এবং পরিবারগুলোর নিরাপদ বিনোদন নিশ্চিত করতে উন্নতমানের শিশু পার্ক ও সুন্দর পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পুকুর উন্নয়ন কাজ ও পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।